ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁও পৌরসভার উদ্যোগে নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) সকালে গফরগাঁও পৌরসভার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী শেষে পৌরসভা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
  • আপলোড তারিখঃ 10-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1804 জন
গফরগাঁও পৌরসভার উদ্যোগে নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা ছবির ক্যাপশন: গফরগাঁও পৌরসভার উদ্যোগে নারী দিবসে র‍্যালি
ad728


রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) সকালে গফরগাঁও পৌরসভার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী শেষে পৌরসভা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গফরগাঁও পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও পৌরসভার কর নির্ধারক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম আব্দুল্লাহ আল মামুন।

বক্তব্য রাখেন, গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর এ আলম ভূঁইয়া, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নুরুজ্জামান, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী ইমরান হোসেন ও গফরগাঁও পৌরসভার আইইউজিআইপি প্রকল্পের সিডিএ মোঃ মাসুদুর রহমান প্রমূখ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

রামপুরা- হাতিরঝিল প্রেসক্লাবের যাত্রা শুরু