সরকার আরিফ, সাঁথিয়া (পাবনা) প্রতিবেদক :
পাবনরার সাঁথিয়ায় সিএনজি নছিমন মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির আরও ৩ যাত্রী। শুক্রবার দুপুর আড়াইটার দিকে মাধপুর -সাঁথিয়া সড়কের হাটবাড়িয়া মোল্লা পাড়া নামক স্থানে। নিহত আজিজল ও তার ৭ বছরের ছেলে লাম আটঘরিয়া উপজেলার লক্ষিপুর ইউনিয়নের কৈজুরি গ্রামে বাড়ি।
পারিবারিক ও প্রত্যক্ষদশী সুত্রে জানা গেছে. দুপুর আড়াইটার দিকে আজিজল ও তার ছেলে সাঁথিয়া থেকে সিএনজি করে মাধপুর যাচ্ছিল। পথিমধ্যে সিএনজিটি হাটবাড়ীয়া মোল্লাপাড়া নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে একটি নছিমন এসে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫জন যাত্রি আহত। স্থানীয়রা অবচেতন অবস্থায় তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে আজিজল ও তার ৭বছরের ছেলে লাম মারা যায়। এ ঘটনায় স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের অবতরন হয়।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নসিমনটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।