ঢাকা | বঙ্গাব্দ

ছাত্রশিবির হচ্ছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আদর্শিক কাফেলা: কেএম মকবুল হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কেএম মকবুল হোসাইন বলেছেন, ছাত্রশিবির হচ্ছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আদর্শিক কাফেলা। সোমবার (২৪ মার্চ) শরীয়তপুর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে জেলা ইসলামী ছাত্রশিবির আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
  • আপলোড তারিখঃ 24-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 108116 জন
ছাত্রশিবির হচ্ছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আদর্শিক কাফেলা: কেএম মকবুল হোসাইন ছবির ক্যাপশন: ইসলামী ছাত্রশিবির আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভা
ad728




শরীয়তপুর প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কেএম মকবুল হোসাইন বলেছেন, ছাত্রশিবির হচ্ছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আদর্শিক কাফেলা।

স্বৈরশাসনের কবল থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছিলো ছাত্রসমাজের দুঃসাহসিক অদম্য ভূমিকার মাধ্যমে। সোনালি অতীত বহনকারী এ ছাত্রসমাজের ইতিহাসের পাতায় যখন কলঙ্কের কালিমা লেপন করছিলো ক্ষমতালোভী স্বার্থান্বেষী শাসক মহল, আলোর মশাল হাতে অন্ধকার জয় করতে তখনই যাত্রা শুরু করে হেরার রাজ তোরণের আলোর পথ চেয়ে থাকা লাখো তরুণের প্রিয় ঠিকানা, মুক্তির কাফেলা খ্যাত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।



সোমবার (২৪ মার্চ) শরীয়তপুর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে জেলা ইসলামী ছাত্রশিবির আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 



তিনি আরও বলেন, ২০০৬ থেকে ২০২৫ পর্যন্ত ইসলামী ছাত্রশিবির তার সর্বোচ্চ শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গেছে। সামনে কেউ কোনো ফ্যাসিবাদী দলকে নিয়ে আসতে চাইলে তাদের বিরুদ্ধেও ইসলামী ছাত্রশিবির সংগ্রাম চালিয়ে যাবে, ইনশাআল্লাহ। 


শরীয়তপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাখাওয়াত কাউসারের সভাপতিত্বে ও স্কুল সম্পাদক রাসেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মাসুদুর রহমান, প্রচার ও মিডিয়া সেক্টেটারী আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাইয়েদ মনিরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরিয়তপুর জেলার আহবায়ক ইমরান আল নাজির। 


বক্তব্য রাখেন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি কামরুজ্জামান কাউসার। 

এসময় অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ