অধ্যাপক শেখ কামাল উদ্দিন:
"দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই" এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার ২৮ এপ্রিল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দিবসটির শুভ সূচনা করেন; বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান মো: মঈন উদ্দীন। পরে তার নেতৃত্বে সেখান থেকে কাউতলি মোড় হয়ে ব্রাহ্মণবাড়িয়া জজকোর্ট পর্যন্ত বর্ণাঢ্য র্যালি শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ও দায়রা জজ মো: মঈন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, আইনজীবী ও লিগ্যাল এইড সহায়তা কমিটির নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন; নারী ও শিশু নিঃ দঃ ট্রাইব্যুনাল-১ মীর মো: এমতাজুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত আয়েশা আক্তার সুমি, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার, জেলা সিভিল সার্জন ডা: মো: নোমান মিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি- একেএম কামরুজ্জামান মামুন, জজকোর্ট'র পিপি এডভোকেট ফখর উদ্দিন আহমাদ খান, জেলা লিগ্যাল এইড অফিসার রহিমা আলাউদ্দিন মুন্নি, লিগ্যাল এইড সুবিধাভোগী নাসিমা বেগম ও স্বর্ণালী আক্তার।
অনুষ্ঠানে সিনিয়র ও সহকারী জজ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার গণমাধ্যমকর্মী, আইনজীবী, আইনজীবী সহকারী, জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জেলা লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা-কর্মচারী, জেলার বিভিন্ন উপজেলা থেকে আইন সহায়তায় উপকারভোগী ও সুধিজন উপস্থিত ছিলেন। এর কার্যক্রম আরও ব্যাপকভাবে প্রসার করার গুরুত্বারুপ করে বক্তারা অভিমত ব্যক্ত করেন।