ঢাকা | বঙ্গাব্দ

কর্মে আনে সুখ

কর্মে আনে সুখ
  • আপলোড তারিখঃ 23-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 63292 জন
কর্মে আনে সুখ ছবির ক্যাপশন: কবি ইকবাল হাসান মাহমুদ
ad728

কর্মে আনে সুখ

ইকবাল হাসান মাহমুদ 


অলস যারা সর্বহারা 

দুখের মাঝে রয়,

থেকে বসে কপাল দোষে 

ঘটছে এমন কয়৷


কর্ম বিনে রাতে দিনে 

সময় করে পার,

ভাগ্যে লেখা আমি একা

কী করিব আর৷


ফেরে না হুঁশ এমন মানুষ 

কাজে দেয় না মন,

পকেট ফাঁকা থাকে কাকা 

পায় না খুঁজে ধন৷


থাকতে সুখে কাজে ঝুঁকে 

নিলে দায়ের ভার,

কে তোমাকে আটকে রাখে

এমন সাধ্য কার?


কর্মে ফাঁকি দিবে যারা

শোনো বলি ভাই,

দুখের মাঝে বসত তাদের 

সুখের দেখা নাই৷


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ