ঢাকা | বঙ্গাব্দ

দোল পূর্ণিমার ছোঁয়া পাবেই

দোল পূর্ণিমার ছোঁয়া পাবেই
  • আপলোড তারিখঃ 23-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 62776 জন
দোল পূর্ণিমার ছোঁয়া পাবেই ছবির ক্যাপশন: কবি নিশিকান্ত মেটে
ad728

দোল পূর্ণিমার ছোঁয়া পাবেই 

-নিশিকান্ত মেটে 


বসন্ত, তুমি কি কেবলই  বাগান বাড়ির ওই গুল  বাগিচা, ফুলেদের ?

তুমি কি হতে পারোনা শিয়ালদা র রেল ঝুপড়ির ঐ উলঙ্গ পরিবারদের?


বসন্ত, তুমি  কি  কেবলই  পলাশ  শিমুল  আর  কৃষ্ণ  চূড়ার, 

তুমি কি হতে পারোনা প্ল্যাটফর্মে পড়ে থাকা অনাথ শিশুটার?


বসন্ত  তুমি  কি  কেবলই  নব  নব  পল্লবে  ভরা  তৃণ  তরু লতার,

তুমি কি হতে পারনা ধর্মতলায় হাড়কাঁপানো ফুটপাতে পড়ে থাকা ঐ উলঙ্গ শিশুটার?


বসন্ত তুমি কি কেবলই দখিনা, বাতাস বালিকার মসলিন ঐ উড়ন্ত ওড়নার,

তুমি কি হতে পারনা রাজপথের ধারে জট পাকানো চুলে বসে থাকা ঐ ভিখারিণীটার?


বসন্ত, তুমি কি কেবলই আম্র মুকুল বাতাবি লেবু আর বকুল ফুলের,

তুমি কি হতে পারোনা দক্ষিণেশ্বরে, স্কাই ওভারের নিচে বসে থাকা প্রতিবন্ধীদের?


বসন্ত, তুমি  কি  কেবলই  মহুয়া  ফলের  রসে  নেশা  গ্রস্ত প্রেমিক প্রেমিকার,

তুমি কি হতে পারোনা শ্যামবাজারের মোড়ে বকের ঠ্যাং এর মত লকলকে হাত বাড়ানো ও ভিক্ষারী শিশুটার?


বসন্ত,তুমি কি কেবলই রাজমহলের ঐ ঝাড়বাতির মত যুই চামেলী আর গোলাপের,

তুমি কি হতে পারোনা এবাড়ি ওবাড়ি র ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাদ্য খেয়ে বেঁচে থাকা পথ শিশুদের?


জানি  ফুল  ফুটুক  আর  নাই  ফুটুক  বসন্ত,  তুমি  আসবেই ,

তেমন ই তোমার স্পর্শ পাক আর না পাক যেনো এই জীর্ণ ফুলগুলো দোল পূর্ণিমার ছোঁয়া পাবেই।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জুলাই শহীদের রক্ত বৃথা যেতে দেব না: চসিক মেয়র শাহাদাত