ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে ভূমি মেলা উপলক্ষে র‌্যালী ও জনসচেতনতামূলক সভা

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’-এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় ময়মনসিংহের গফরগাঁওয়ে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 25-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 60488 জন
গফরগাঁওয়ে ভূমি মেলা উপলক্ষে র‌্যালী ও জনসচেতনতামূলক সভা ছবির ক্যাপশন: র‌্যালী
ad728



রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’-এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় ময়মনসিংহের গফরগাঁওয়ে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আজ রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় চাঁদনী মোড় থেকে একটি র‌্যালী বের হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়।

র‌্যালী শেষে এক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।

এসময় উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা/কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, মেলায় আসা আগত দর্শনার্থী ও সেবাগ্রহিতারাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির হিসেবে এ মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।

ভূমি মেলা-২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা ভূমি অফিস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মেলায় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভূমি সংক্রান্ত সকল সেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সোনাগাজীতে পরিত্যক্ত ঘর থেকে যৌথবাহিনীর অস্ত্র উদ্ধার