ঢাকা | বঙ্গাব্দ

শরীয়তপুররে ছাত্রদলের কমিটি বাতিলের দাবীতে মশাল মিছিল

শরীয়তপুরে জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবীতে মশাল প্রজ্জ্বলন করে মিছিল করেছে ছাত্রদলের একাংশ। শুক্রবার (৬ জুন) রাতে ঢাকা-শরীয়তপুর সড়কের পুলিশ বক্স থেকে মিছিলটি শুরু হয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
  • আপলোড তারিখঃ 06-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 147969 জন
শরীয়তপুররে ছাত্রদলের কমিটি বাতিলের দাবীতে মশাল মিছিল ছবির ক্যাপশন: মশাল মিছিল
ad728



শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবীতে মশাল প্রজ্জ্বলন করে মিছিল করেছে ছাত্রদলের একাংশ। শুক্রবার (৬ জুন) রাতে ঢাকা-শরীয়তপুর সড়কের পুলিশ বক্স থেকে মিছিলটি শুরু হয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


মিছিল শেষে বক্তারা জানায়, সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি অছাত্র এবং বিবাহিত লোকদের সমন্বয়ে গঠিত হয়েছে। কমিটির আহবায়ক একজন শ্রমিক নেতা ও দুই সন্তানের জনক। যা গঠনতন্ত্র পরিপন্থী। দ্রুত কমিটি বাতিল করে নতুন করে কমিটির আহবান জানানো হয়। নয়তো কঠোর আন্দোলনের হুশিয়ার দেন বিক্ষোভকারীরা। 


ছাত্রদলের একাংশের নেতা খান বাহাদুর আফজাল নূর বলেন, গঠনতন্ত্র পরিপন্থী এই অবৈধ  কমিটি আমরা মানিনা। অতি দ্রুত যোগ্য লোকদের দিয়ে পুনরায় কমিটি করা হোক। যতোক্ষণ না কমিটি বাতিল করা না হবে আমরা কঠিন আন্দোলন দিতে বাধ্য হবো।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পোরশায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুরের গণসংযোগ ও লিফলেট বিতরণ