ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে মহানবী(সাঃ)কে কটুক্তিকারী বাঁশখালীর সেই প্রবীর গ্রেপ্তার

চট্টগ্রামে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে বাঁশখালীর সেই প্রবীর চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • আপলোড তারিখঃ 10-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 48584 জন
চট্টগ্রামে মহানবী(সাঃ)কে কটুক্তিকারী বাঁশখালীর সেই প্রবীর গ্রেপ্তার ছবির ক্যাপশন: অভিযুক্ত প্রবীর চৌধুরী
ad728



আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে বাঁশখালীর সেই প্রবীর চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


সোমবার (৯ জুন) রাতে তাকে তার নিজ বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে আটক করা হয়।


প্রবীর উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার চৌধুরী বাড়ির বাসিন্দা।সম্প্রতি তার মন্তব্যের পর এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়ায়।


বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্ত প্রবীর চৌধুরী প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর একটি মন্তব্যের পাশাপাশি কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তার ওই বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে পরে এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।


খবর পেয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম,থানার পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এবং অভিযান চালিয়ে অভিযুক্ত প্রবীর চৌধুরীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে, পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

অষ্টগ্রাম উপজেলা বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত