ইটনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নারী নিহত
ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আনোয়ারা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় সদরের চৌধুরী হাটি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নারী ও গ্রামের ঈমান আলীর স্ত্রী। ইটনা থানার ওসি মোঃ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গৃহিণী ঘরের ভেতরে কাজ করার সময় হঠাৎ চালের ড্রামে স্পর্শ করলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে ইটনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ কাউছার আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।