ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে রোগীর স্বর্ণের চেইন চুরি

  • আপলোড তারিখঃ 18-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 42835 জন
গফরগাঁওয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে  রোগীর স্বর্ণের চেইন চুরি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা কামরুন নাহার (৬৫) নামের এক রোগীর স্বর্ণের চেইন গলা থেকে চুরি হয়েছে।

বুধবার (১৮ জুন) কমপ্লেক্সের বহির্বিভাগ কাউন্টারে টিকিট কাটার সময় এই চুরির ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার খারুয়া মুকুন্দ গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী কামরুন নাহার চিকিৎসার জন্য তার নাতনীকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। ডাক্তার দেখানোর জন্য কমপ্লেক্সের বহির্বিভাগ কাউন্টারে টিকিটের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ভিড়ের মধ্যে অজ্ঞাত চোর কামরুন নাহারের গলা থেকে স্বর্ণের চেইনটি নিয়ে যায়। মূহুর্তে টের পেয়ে তিনি হৈ চৈ ও কান্নাকাটি শুরু করলেও চোরকে ধরা যায়নি।

এ ব্যাপার গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বহির বিভাগে প্রতিদিন প্রায়  হাজারো রোগী আসেন ডাক্তার দেখাতে। রোগীর ভিড় থাকলে এ ধরনের ঘটনা প্রায় ঘটে। এই ধরনের চুরির রোধে হাসপাতালের মাইকে সবাইকে সতর্ক করা হচ্ছে। বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা রয়েছে। তারপরও নানা কৌশলে অনেক সময় রোগীদের বিভিন্ন জিনিস চুরি হচ্ছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, হাসপাতালে চুরির বিষয়ে কোনো রোগী অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ