রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলামের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গফরগাঁওয়ে আইন শৃংঙ্খলা নিয়নন্ত্রসহ অপরাধ দমনে অনবদ্য অবদান রাখার স্বীকৃতিস্বরুপ মে মাসের জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে তিনি নির্বাচিত হন।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, পুরস্কার সবসময় দায়িত্ববোধকে বাড়ায় এবং সেবামূলক কর্মকান্ডে আরও উৎসাহ বৃদ্ধি করে। এ পুরস্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। এ পুরস্কার গফরগাঁও থানার সকল সহকর্মীদের অবদান। সকলের সহযোগিতায় গফরগাঁও বাসীকে সেবা ও নিরাপত্তা প্রদান করতে চাই। এছাড়াও আমি জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম স্যারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা স্যারদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি।