বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এ বিষয়ে আর কোনও বিলম্ব হবে না। তিনি বলেন, “নির্বাচন নিয়ে এতদিন জনগণের মধ্যে হতাশা ছিল। তবে লন্ডনে বৈঠকের পর সব ধোঁয়াশা কেটে গেছে। এখন শুধু চাই, আর যেন কোনো ষড়যন্ত্র না হয়।”
শুক্রবার (২৭ জুন) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এডুকেশন ডেভেলপমেন্ট ক্যাম্পেইন (ইডিসি) আয়োজিত 'শিক্ষা ভাবনা ও বাস্তবায়ন বিষয়ক' এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, “সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে শিক্ষা খাতে। কারণ, শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। আমাদের যদি শিক্ষায় উন্নয়ন না হয়, তাহলে দেশের সামগ্রিক অগ্রগতি থেমে যাবে।”
তিনি অভিযোগ করেন, “সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। যারা গণতন্ত্রের কথা বলেন, তারা কখনো শিক্ষার উন্নয়নের কথা বলেননি।”
সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক অধ্যাপক তাজমেরী এস.এ ইসলাম, এবং ইডিসির সাধারণ সম্পাদক মার্জিয়া আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।