তাড়াইলে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাচিত হলেন আফরোজা বেগম হেনা
আমিনুল ইসলাম বাবুল, স্টাফ রিপোর্টার :
পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ বছরও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল (সদর ক্লিনিক) ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা আফরোজা বেগম হেনা।
সোমবার (১৪ জুলাই) বিশ্ব জনসখ্যা দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পক্ষ থেকে আফরোজা বেগম হেনাকে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকার সম্মাননা প্রদান করা হয়।
এর আগে পঁচিশ বারেরও অধিক উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাাচিত হয়েছেন তিনি।
এছাড়া তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে বিশ্ব জনসখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভিন্ন ক্যাটারগিতে শ্রেষ্ঠদের পৃথক সম্মাননা ও প্রশংসা পত্র প্রদান করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. হৃদ্য জাহান শুভ'র সঞ্চালনায় ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন।
এ সময়ে প্রধান অতিথি বলেন, ২০২৪-২৫ অর্থ-বছরে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে অবদানের আফরোজা বেগম হেনা উপজেলার শ্রেষ্ঠ পরিবার পরিদর্শিকা নির্বাচিত হয়েছেন। মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বাস্তবায়নে তাঁর আন্তরিকতা ও কর্মনিষ্ঠা প্রশংসাযোগ্য। উপজেলা পরিবার পরিকল্পনার কার্যালয বিশ্বাস করে তাঁর এ কর্মাদ্যোগ অন্য কর্মীদের অনুপ্রাণিত করবে।