ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিপিজেএফ'র ২ দিনব্যাপি কর্মসূচি

  • আপলোড তারিখঃ 09-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 91075 জন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিপিজেএফ'র ২ দিনব্যাপি কর্মসূচি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

স্টাফ রিপোর্টার: গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যা ও আনোয়ার হোসেন সৌরভকে নির্মম নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) ২ দিনব্যাপি কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার (৮ আগস্ট) রাতে সংগঠনের জরুরি সভায় উপস্থিতির সকলের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ এ কর্মসূচির ঘোষণা করেন।

নেতৃদ্বয় বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তবে সেই সাংবাদিকরা আজ নানান নির্যাতনের শিকার হচ্ছে। বৃহস্পতিবার গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে একদল সন্ত্রাসীর হামলায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন নিহত হয় এবং আনোয়ার হোসেন সৌরভ নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা এ ঘটনায় জড়িত সকল দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক দাবি জানাচ্ছি।

তারা জানান, সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর পক্ষ থেকে

আগামী ১০ আগস্ট রবিবার দেশের সকল জেলা ও উপজেলায় মানববন্ধন ও জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। আর আগামী ১১ আগস্ট সোমবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধব অনুষ্ঠিত হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩