ঢাকা | বঙ্গাব্দ

কুলিয়ারচরে তিন ইউনিয়নে মাদকবিরোধী সেমিনার ও উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

  • আপলোড তারিখঃ 19-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 32886 জন
কুলিয়ারচরে তিন ইউনিয়নে মাদকবিরোধী সেমিনার ও উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কুলিয়ারচরে তিন ইউনিয়নে মাদকবিরোধী সেমিনার ও উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন


সিফাত আহমেদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় একই দিনে তিন ইউনিয়নে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে এবং উপজেলা পরিষদে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত ফরিদপুর, ছয়সূতী ও উছমানপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব সেমিনার আয়োজন করা হয়।


ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মো. ইকবাল হোসেন এবং উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়া নিজ নিজ সেমিনারে সভাপতিত্ব করেন।


প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন এবং কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম।


বক্তারা বলেন, “মাদক শুধু একজনকে নয়, বরং তার পরিবার, সমাজ ও দেশকেও ধ্বংস করে। তাই তরুণ প্রজন্মকে মাদকের প্রভাব থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।"


সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাব এবং পারিবারিক ও সামাজিক ক্ষতির বিষয়গুলো প্রজেক্টরের মাধ্যমে চিত্রায়ন করা হয়। এছাড়া লিফলেট বিতরণ করা হয়, যাতে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি পায়।


একই দিনে উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা মাছচাষ ও মৎস্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।


উক্ত আয়োজন ও সেমিনারের মাধ্যমে কুলিয়ারচরে একই দিনে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন সফলভাবে সম্পন্ন হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।