কুলিয়ারচর (কিশোরগঞ্জ) উপজেলা প্রতিনিধি:
আজ (২১ আগস্ট) সকাল ১১টায় কুলিয়ারচর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে শিক্ষক ও ধর্মীয় নেতাদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জো্হরা। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আদনান আখতার।
ওরিয়েন্টেশনে বক্তারা বলেন, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ যা বিশেষ করে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের টিকাদান কর্মসূচি জনগণকে রোগ থেকে সুরক্ষিত রাখতে বড় ভূমিকা রাখবে। শিক্ষক ও ধর্মীয় নেতাদের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা এবং টিকাদানে উৎসাহিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ছাড়াও শিক্ষক, ইমাম, সাংবাদিক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।