ঢাকা | বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বাইচের নৌকার সঙ্গে বরযাত্রী বহনকারী নৌকার ধাক্কা- নিহত ২

বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ার দহকুলা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
  • আপলোড তারিখঃ 30-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 21653 জন
সিরাজগঞ্জে বাইচের নৌকার সঙ্গে বরযাত্রী বহনকারী নৌকার ধাক্কা- নিহত ২ ছবির ক্যাপশন: বাইচের নৌকা
ad728



সিরাজগঞ্জ প্রতিনিধি:

 বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ার দহকুলা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুজন হলেন উল্লাপাড়া উপজেলার চাকসা গ্রামের রহিচ উদ্দিন (৪৩) ও একই এলাকার নুরুল ইসলাম (৩৭)।

থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে চাকসা দক্ষিণপাড়া এলাকার ‘মায়ের দোয়া’ নামের একটি নৌকাবাইচ প্রতিযোগিতার দল মহড়া শেষে বাড়ি ফিরছিল। পথে দহকুলা সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরযাত্রীবাহী নৌকার সঙ্গে বাইচের নৌকার সংঘর্ষ হয়। এতে বাইচের নৌকাটি ডুবে যায় এবং নৌকায় থাকা বাইচালদের সবাই পানিতে পড়ে যান।

স্থানীয় লোকজন তাঁদের বেশির ভাগ সদস্যকে উদ্ধার করলেই তাদের দু'জন নিখোঁজ হন। আহত হন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে উল্লাপাড়ায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। অনেক খোঁজাখুঁজির পর গভীর রাতে নিখোঁজ দু'জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান আজ শানিবার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দু'জন বাইচ দলের সদস্য ছিলেন। মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 




নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।