ঢাকা | বঙ্গাব্দ

ঐকমত্য কমিশনের সভায় জুলাই সনদ চূড়ান্তের উপায় নিয়ে আলোচনা

‘জুলাই জাতীয় সনদ’ চূড়ান্তকরণ ও বাস্তবায়নের উপায় খুঁজতে জাতীয় ঐকমত্য কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 05-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 16033 জন
ঐকমত্য কমিশনের সভায় জুলাই সনদ চূড়ান্তের উপায় নিয়ে আলোচনা ছবির ক্যাপশন: ঐকমত্য কমিশনের সভায় আলী রীয়াজ ও অন্যরা। ছবি- সংগৃহীত।
ad728

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জুলাই সনদের ভাষাগত যথার্থতা পুনর্মূল্যায়নসহ এর চূড়ান্ত রূপ নির্ধারণ ও বাস্তবায়নের সম্ভাব্য প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় আগের দিন শুরু হওয়া আলোচনার ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাওয়া মতামত ও পরামর্শ বিশ্লেষণ করা হয়। এ বিষয়ে কমিশন আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসবে। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর মতামতের আলোকে চূড়ান্ত সনদ ও বাস্তবায়ন কৌশল একত্রে সুপারিশ আকারে দলগুলোর কাছে পাঠানো হবে।

সভায় সভাপতিত্ব করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।