ঢাকা | বঙ্গাব্দ

মিঠামইনে ডাস’র চক্ষু শিবিরে বাছাই করা ২০৫ জনের মধ্যে ১৫০ জনের লেন্সসহ ছানি অপারেশন সম্পন্ন

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা শিবির থেকে বাছাই করা ২০৫ জনের মধ্যে বিনামূল্যে ১৫০ জনের লেন্সসহ ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।
  • আপলোড তারিখঃ 05-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 65917 জন
মিঠামইনে ডাস’র চক্ষু শিবিরে বাছাই করা ২০৫ জনের মধ্যে ১৫০ জনের লেন্সসহ ছানি অপারেশন সম্পন্ন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মিঠামইনে ডাস’র চক্ষু শিবিরে বাছাই করা ২০৫ জনের মধ্যে ১৫০ জনের লেন্সসহ ছানি অপারেশন সম্পন্ন



অষ্টগ্রাম, (কিশোরগঞ্জ) প্রতিনিধি:


কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা শিবির থেকে বাছাই করা ২০৫ জনের মধ্যে বিনামূল্যে ১৫০ জনের লেন্সসহ ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকার ব্যবস্থাপনায় ও ডাচ বাংলা ব্যাংকের আর্থিক সহায়তায় হবিগঞ্জের ডা. সাহিদ চক্ষু হাসপাতালে এ অপারেশন সম্পন্ন হয়েছে। বাকি ৫৫ জনের অপারেশন পর্যায়ক্রমে সম্পন্ন হবে। ডাস’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. শাহীন রেজা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এখানে উল্লেখ্য যে, গত শুক্রবার (২৯আগস্ট) মিঠামইন উপজেলার ঘাগড়া নাফেউল উলুম হুসাইনিয়া মাদ্রাসায় দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা এক চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করে। দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা শিবিরে ৮৫০ জন রোগীকে বিনা মূল্যে চশমা, ১০০০ রোগীকে ফ্রি ঔষধ ও ২০৫ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পোরশায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুরের গণসংযোগ ও লিফলেট বিতরণ