ঢাকা | বঙ্গাব্দ

সাপাহার সরকারি কলেজে ছাত্রদলের ফ্রি ব্লাড ব্যাংক সহায়তা প্রদান

“শিক্ষা, ঐক্য, প্রগতি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাপাহার সরকারি কলেজ শাখার উদ্যোগে ১দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও ব্লাড ব্যাংক সহায়তা কেন্দ্র ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 07-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 63909 জন
সাপাহার সরকারি কলেজে ছাত্রদলের ফ্রি ব্লাড ব্যাংক সহায়তা প্রদান ছবির ক্যাপশন: কলেজে ছাত্রদলের ফ্রি ব্লাড ব্যাংক সহায়তা প্রদান
ad728


স্টাফ রিপোর্টারঃ

“শিক্ষা, ঐক্য, প্রগতি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাপাহার সরকারি কলেজ শাখার উদ্যোগে ১দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও ব্লাড ব্যাংক সহায়তা কেন্দ্র ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।


রবিবার(০৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় সাপাহার সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাঈম, সাধারণ সম্পাদক রিপন হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


আয়োজকরা জানান, এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে একটি রক্তদাতা ডাটাবেজ তৈরি করা হচ্ছে, যাতে জরুরি মুহূর্তে যে কোনো রোগীর জন্য দ্রুত রক্ত সরবরাহ নিশ্চিত করা যায়।

আয়োজকদের মতে, রক্তদান শুধু মানবিকতারই বহিঃপ্রকাশ নয়, এটি সমাজে ঐক্য ও সহযোগিতার বন্ধনকে আরও শক্তিশালী করে। তারা বলেন, “এক ফোঁটা রক্ত একটি প্রাণ বাঁচাতে পারে। তাই আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের রক্তদানের প্রতি উদ্বুদ্ধ করা এবং সমাজে মানবিক মূল্যবোধের চর্চা বাড়ানো।”


এবিষয়ে কলেজ শাখা ছাত্রদল সভাপতি বলেন , ছাত্রদলের এ মহৎ উদ্যোগ শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করবে এবং কলেজ ক্যাম্পাসসহ স্থানীয় এলাকায় মানবিক কার্যক্রমের একটি অনন্য উদাহরণ সৃষ্টি করবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পোরশায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুরের গণসংযোগ ও লিফলেট বিতরণ