হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে ভারতীয় একটি ট্রাক থেকে এয়ার পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল ইয়ার্ডে এ অভিযান চালানো হয়। আটককৃত ট্রাকের (নম্বর: সিজি-০৪-পি ইউ-৫২৮৮) চালক রামদাস (৪০) ও হেলপার গুরজিত সলুজা (৫৪) ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বাসিন্দা।
ট্রাকচালক গুরজিত সলুজা দাবি করেন, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় দস্যু ও ছিনতাইকারীদের হাত থেকে আত্মরক্ষার জন্য তারা এয়ার পিস্তল ব্যবহার করে থাকেন। ভারতে এগুলো সহজলভ্য এবং পাখি শিকারেও ব্যবহৃত হয় বলে জানান তিনি। মহারাষ্ট্র থেকে কাঁচামরিচের চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় তাদের আটক করা হয়।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, আটককৃত চালানটি বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান সিমু এন্টারপ্রাইজ এবং ভারতের রপ্তানিকারক প্রতিষ্ঠান সেন শিপিং লাইনস-এর মাধ্যমে পাঠানো হয়েছিল।
২৪ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্প ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে ট্রাকটি তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় অস্ত্রসহ আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।