রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর চর মাঝার দিয়ার ঘাটের পাশের এক বাথানে গরুর খাদ্য খাওয়ানোর পরিত্যক্ত নান্দে (পাত্র) রাসেল ভাইপার সাপ জন্ম দিয়েছে ৪৭টি সাপের বাচ্চা
ঘটনাটি মুহূর্তেই গ্রামজুড়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পদ্মার চরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
চরবাসি জানান, পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় এলাকার খামারিরা গরু-ছাগল সরিয়ে নিলেও পরিত্যক্ত খামারে খাবারের পাত্রগুলো ফাঁকাই পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, সেখানেই আশ্রয় নিয়ে সাপটি বাচ্চা ফুটিয়েছে।
খবর পেয়ে শহর থেকে উদ্ধারকারী টিম গিয়ে মা সাপসহ ৪৭টি রাসেল ভাইপারের বাচ্চা নিরাপদে উদ্ধার করে নিয়ে যায়।