ইমারাতে ইসলামিয়ার রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশি শীর্ষ আলেমদের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেছেন। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে তারা রাজধানী কাবুলে পৌঁছান।
দলটি সফরকালে তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ উলামা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। মানবাধিকার ও নারী অধিকার ইস্যুতে পশ্চিমা সমালোচনার প্রেক্ষাপটে তারা সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এছাড়া দুই দেশের আলেমদের সম্পর্ক উন্নয়ন, কূটনৈতিক সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনায় অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিনিধি দল সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবেন।
প্রতিনিধি দলে রয়েছেন— হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মামুনুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান। নেতৃত্ব দিচ্ছেন মাওলানা মামুনুল হক।
উল্লেখ্য, এর আগে ১৪ সেপ্টেম্বর মামুনুল হকসহ প্রতিনিধি দল পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যান। সেখানে তারা মক্কায় প্রবাসীদের সঙ্গে বৈঠক করেন এবং ১৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে আলোচনা করেন। ওমরাহ শেষে দুবাই হয়ে তারা কাবুলে পৌঁছান। সফর শেষে তাদের মধ্য এশিয়ার আরও কয়েকটি দেশ সফরেরও পরিকল্পনা রয়েছে।