ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁও পৌরশহরে পূঁজা মন্ডপ পরিদর্শনে ইউএনও

ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকায় ষ্টেশন রোডে দুইটি পূঁজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও গফরগাঁও পৌরসভার প্রশাসক এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।
  • আপলোড তারিখঃ 29-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 38162 জন
গফরগাঁও পৌরশহরে পূঁজা মন্ডপ পরিদর্শনে ইউএনও ছবির ক্যাপশন: উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক এন. এম. আবদুল্লাহ-আল-মামুন এর মণ্ডপ পরিদর্শন
ad728



রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকায় ষ্টেশন রোডে দুইটি পূঁজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও গফরগাঁও পৌরসভার প্রশাসক এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।

গত রোববার সন্ধ্যায় পৌর এলাকায় ষ্টেশন রোডে দুইটি পূঁজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এসময় ইউএনও পূঁজা মণ্ডপের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন এবং পূঁজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গা পূঁজা উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় গফরগাঁও উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন লৌহ, মন্ডপ কমিটির সভাপতি- সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩