ঢাকা | বঙ্গাব্দ

ভোররাত পর্যন্ত কুলিয়ারচরে বিভিন্ন পূজামণ্ডপে বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের উপস্থিতি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কিশোরগঞ্জ কুলিয়ারচরে, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম কুলিয়ারচরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
  • আপলোড তারিখঃ 30-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 36835 জন
ভোররাত পর্যন্ত কুলিয়ারচরে বিভিন্ন পূজামণ্ডপে বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের উপস্থিতি ছবির ক্যাপশন: পূজামণ্ডপে বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম
ad728



কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কিশোরগঞ্জ কুলিয়ারচরে, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম কুলিয়ারচরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।


সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাত পর্যন্ত তিনি পৌরসভা ও উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এর মধ্যে কুলিয়ারচর পৌর এলাকায় কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ি, দাসপাড়া, বাজার, ঘোষপাড়া, টিয়াকাটা, ছয়সূতী ইউনিয়ন, হাজারীনগর, ফরিদপুর ইউনিয়ন ও সালুয়া ইউনিয়নের পূজা মণ্ডপ উল্লেখযোগ্য। এসময় শরীফুল আলমের সাথে উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


পূজামণ্ডপ পরিদর্শন শেষে হাজারীনগর সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীফুল আলম। তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু-মুসলমানের ঐতিহাসিক বন্ধন অটুট রাখা আমাদের দায়িত্ব। আমরা সবাই এই দেশের নাগরিক, এখানে সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নেই।”


সভায় সভাপতিত্ব করেন প্রমোদ রঞ্জন ভৌমিক। বক্তব্য রাখেন লায়ন জিতেন্দ্র লাল ভৌমিক, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী শাহাদাৎ হোসেন শাহ্ আলম ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পীযূষ কান্তি ঘোষ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অরূপ রতন দাস বিজয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩