আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:
হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা আড়ম্বর পূর্ণভাবে পালন করছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অধীবাসীরা।এতে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানে কাজ করছে বাংলাদেশের সর্ব বৃহত্তম বাহিনী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
সারাদেশের মতো চট্টগ্রামের সকল পুজা মণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য -সদস্যা।
মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) আনসার ও ভিডিপির কার্য্যক্রম পরিদর্শনে আসেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক ডা. সাইফুর রহমান, বিভিএম(বার)পিএমএস।
গাছবাড়িয়া সার্বজনীন হরি মন্দির ও চন্দনাইশ উপজেলা পুজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি অরূপরতন চক্রবর্তীর সভাপতিত্বে চন্দনাইশ উপজেলা পুজা উদযাপন কমিটির যুগ্ন আহ্বায়ক ইঞ্জিনিয়ার ভবশংকর ধরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
ডাঃ সাইফুর রহমান তাঁর বক্তৃতায় বাহিনীর পক্ষ হতে সকলকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানান। যে সকল আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের নিরলস দায়িত্বে শারদীয় দুর্গা উৎসব সুন্দর ও সফল হচ্ছে তাদেরকেও তিনি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অরূপরতন তার বক্তব্যে জানান,আগের আনসার বাহিনী আর বর্তমান আনসার বাহিনী অনেক পার্থক্য,বাহিনীর দায়িত্ব পালনে আমরা অনেক আনন্দিত।
এ সময় আলোচনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃ আবু সোলায়মান- বিভিএমএস, চট্টগ্রাম রেঞ্জের পরিচালক মোঃ জিয়াউর রহমান, ৩৭তম আনসার ব্যাটালিয়ন পরিচালক মুনমুন সুলতানা,আনসার ও ভিডিপি সহকারী জেলা কমান্ড্যান্ট ফরিদা পারভীন,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাকির হোসেন,চন্দনাইশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নূরুল আলম,পুজা উদযাপন নেতা বিজয় কৃষ্ণ ধর প্রমুখ।