ঢাকা | বঙ্গাব্দ

বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার দাবি বিপিজেএফের

বাগেরহাট সদর উপজেলার উত্তর হারিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দৈনিক নবচেতনা পত্রিকার সাংবাদিক হায়াত উদ্দিন (৪৫) নামে একজন সাংবাদিক'কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)।
  • আপলোড তারিখঃ 03-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 33048 জন
বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার দাবি বিপিজেএফের ছবির ক্যাপশন: সাংবাদিক হায়াত উদ্দিন
ad728



স্টাফ রিপোর্টার:

বাগেরহাট সদর উপজেলার উত্তর হারিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দৈনিক নবচেতনা পত্রিকার সাংবাদিক হায়াত উদ্দিন (৪৫) নামে একজন সাংবাদিক'কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)।


শুক্রবার (৩ অক্টোবর) রাতে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারন সম্পাদক মো. রোমান আকন্দ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি অবিলম্বে সাংবাদিক হায়াত উদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি জানিয়েছেন।


বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সারা বছরই দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা নানান নির্যাতনের শিকার হলেও সঠিকভাবে বিচার পান না। এমন কি সাংবাদিকরা সন্ত্রাসীদের হাতে নিহত পর্যন্ত হচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও সাংবাদিক সমাজ ও সাংবাদিকতা এখনও সুরক্ষিত নয়। বিশেষ করে তৃণমূলের সাংবাদিকরা সবচেয়ে বেশি অবহেলিত। তাই তাদের সুরক্ষায় সরকারকে একটি সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। তাই  অবিলম্বে সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়ন জানাচ্ছি।


তারা আরও বলেন, অবিলম্বে সাংবাদিক হায়াত হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।


উল্লেখ্য, আজ শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার উত্তর হারিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দৈনিক নবচেতনা পত্রিকার সাংবাদিক হায়াত উদ্দিন (৪৫) নামে একজন সাংবাদিক’কে এলোপাথাড়ি কুপিয়ে রেখে যায় সন্ত্রাসীরারা। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বাগেরহাট মডেল থানার ওসি মাহমুদ হাসান বলেন, হায়াত উদ্দিন  নামে একজন সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে বলে জানতে পেরেছি। আমরা এখনো বিস্তারিত জানতে পারিনি। আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং দোষীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩