ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি র‍্যাবের অভিযানে গ্রেফতার

চট্টগ্রামে পুলিশের হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি র‍্যাবের অভিযানে গ্রেফতার।
  • আপলোড তারিখঃ 26-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 11885 জন
চট্টগ্রামে  হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি র‍্যাবের অভিযানে গ্রেফতার ছবির ক্যাপশন: সংগৃহিত
ad728



আমিনুল হক,নিজস্ব প্রতিনিধিঃ

চট্টগ্রামে পুলিশের হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি র‍্যাবের অভিযানে গ্রেফতার। 

চট্টগ্রামের ডবলমুরিং থানা-পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি মাহবুব আলমকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।


রোববার (২৬ অক্টোবর) চান্দগাঁও থানার ফয়জুল্লা বলীর বাড়ি এলাকায় অভিযান চালায়ে তাকে গ্রেপ্তার করা হয়।



গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানিয়েছেন,এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।


গ্রেপ্তার হওয়া মাহবুবের বাড়ি ডবলমুরিংয়ের কাপুড়িয়া এলাকায়। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় নাশকতা ও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডবলমুরিং থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


মাহবুব গত ২২ সেপ্টেম্বর দুপুরে ডবলমুরিংয়ের পাঠানটুলি এলাকায় গায়েবি মসজিদের সামনে থেকে পুলিশের হাতকড়াসহ পালিয়ে যান। ওই সময় উপস্থিত লোকজনের সঙ্গে পুলিশ সদস্যদের তর্কাতর্কির সুযোগে তিনি গাড়ি থেকে পালান।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩