নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে “অষ্টগ্রাম উপজেলা আল বালাগ ইসলামী ঐক্য পরিষদ”-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় অষ্টগ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা মিজানুর রহমান খান ও মাওলানা আব্দুর রহমান সাহেব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সীরাত কমিটির কেন্দ্রীয় মহাসচিব মুফতী মুজিবুর রহমান কাশেমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মোহাম্মদ মুহিব্বুল্লাহ, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব এস. এম. শাহিন, কুলিয়ারচর হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতী নাসির উদ্দীন রহমানী, অষ্টগ্রাম যুবদলের সভাপতি জনাব আনোয়ার হোসাইন আনার এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অষ্টগ্রাম উপজেলা যুব দলের সদস্য সচিব, জনাব আলী রহমান।
সভায় অষ্টগ্রাম উপজেলার বিশিষ্ট আলেমসমাজ ও স্থানীয় নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে সভাপতি মাওলানা মিজানুর রহমান খান দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।