ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহ সমাবেশে যোগ দিতে গফরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীদের ট্রেনে শোডাউন

প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত, অপচেষ্টা মোকাবেলার দাবিতে ময়মনসিংহ দক্ষিণ বিএনপির সমাবেশে যোগ দিতে ট্রেনে করে যাত্রা করেছেন গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপির হাজার হাজার নেতাকর্মী।
  • আপলোড তারিখঃ 20-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 11269 জন
ময়মনসিংহ সমাবেশে যোগ দিতে গফরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীদের ট্রেনে শোডাউন ছবির ক্যাপশন: গফরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীদের ট্রেনে শোডাউন
ad728


গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত, অপচেষ্টা মোকাবেলার দাবিতে ময়মনসিংহ দক্ষিণ বিএনপির সমাবেশে যোগ দিতে ট্রেনে করে যাত্রা করেছেন গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপির হাজার হাজার নেতাকর্মী।

গতকাল বৃহস্পতিবার সকালে গফরগাঁও, মশাখালী ও কাওরাইদ, মহাখালী ও গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে এবং মাইক্রোবাস, ট্রাক, মোটরসাইকেল, বাসযোগে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলের নেতাকর্মীরা আসেন ময়মনসিংহ শহরর নতুনবাজার বিএনপি কার্যালয় সামনে। 

সকাল থেকে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভা বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ কাওরাইদ, মশাখালী‌ ও গফরগাঁও রেলওয়ে স্টেশনে মিছিলসহ জড়ো হন। পরে তারা বলাকা কমিউটার, জামালপুর কমিউটার, মহুয়া কমিউটার, তিস্তা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেসে করে সমাবেশে যোগ দেন।

গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ বি সিদ্দিকুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মুশফিকুর রহমান, পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডাঃ মোফাখখারুল ইসলাম রানা, যুগ্ম-আহবায়ক এ্যাডঃ আল ফাতাহ খান ও আখতারুজ্জামান বাচ্চুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে দুপুরে সমাবেশস্থলে যান।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন বাবলু'র সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

রামপুরা- হাতিরঝিল প্রেসক্লাবের যাত্রা শুরু