ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে মানুষের ঢল: জব্বার মঞ্চে আলোচনাসভা ও সম্মাননা প্রদান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়ি জব্বার নগরে (পূর্বে পাঁচয়া) একুশের প্রথম প্রহর থেকে মানুষের ঢল নামে। ভোর সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যানবাহনে চড়ে উপস্থিত হন মানুষ। এতে লোকে লোকারণ্য হয়ে যায় পুরো জব্বার নগর ।
  • আপলোড তারিখঃ 21-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 12025 জন
গফরগাঁওয়ে ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে মানুষের ঢল: জব্বার মঞ্চে  আলোচনাসভা ও সম্মাননা প্রদান ছবির ক্যাপশন: গফরগাঁওয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
ad728


রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়ি জব্বার নগরে (পূর্বে পাঁচয়া) একুশের প্রথম প্রহর থেকে মানুষের ঢল নামে। ভোর সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যানবাহনে চড়ে উপস্থিত হন মানুষ। এতে লোকে লোকারণ্য হয়ে যায় পুরো জব্বার নগর ।

রাত ১২টা ১মিনিটে শহীদ বেদীতে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন ও সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি পুস্পস্তবক অর্পন করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন, গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম, পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম, বিএনপি, জামায়াত ও সহযোগী সংগঠনসমূহ, এরপর গফরগাঁও পৌরসভা, গফরগাঁও প্রেসক্লাব. বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, সাহিত্য-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ এবং সর্বস্তরের হাজারো জনতা পুষ্পার্ঘ অর্পন করে। এ উপলক্ষে জব্বার নগরে দিনব্যাপী বিভিন্ন পণ্য মেলা বসে ও গ্রন্থকুঠি গফরগাঁও বই মেলা আয়োজন করে।

দুপুরে ভাষা শহীদের বাড়ী জব্বার নগর প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ জব্বার মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন। এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল, ভাষা শহীদ আব্দুল জব্বারের নাতনী লুৎফুন্নাহার শোভা, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, থানা প্রশাসন প্রমূখ। অনুষ্ঠান মঞ্চে গফরগাঁওয়ে ভাষা সৈনিকদেরকে সম্মাননা প্রদান করা হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম