ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে ইমাম-উলামা পরিষদ-এর উলামা সম্মেলন

কিশোরগঞ্জ হাওর উপজেলা অষ্টগ্রামে ইমাম-উলামা পরিষদ-এর উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 27-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7843 জন
অষ্টগ্রামে ইমাম-উলামা পরিষদ-এর উলামা সম্মেলন ছবির ক্যাপশন: ছবি:- জার্নাল অব কান্ট্রি
ad728

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-   কিশোরগঞ্জ হাওর উপজেলা অষ্টগ্রামে  ইমাম-উলামা পরিষদ-এর উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০.০0 ঘটিকায় জিরো পয়েন্ট-এ সভাপতি মাও. আব্দুর রহমান-এর সভাপতিত্বে ও সাধারণ  সম্পাদক মাও. কেফায়েতুল্লাহ’র  সঞ্চালনায়  উক্ত উলামা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন কিশোরগঞ্জ জেলা ইমাম উলামা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক, মাও. আব্দুল মোমিন শেরজাহান।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রচার সম্পাদক, মুফতী ইলিয়াস কাসেমী ও দফতর সম্পাদক, মাও. সাইফ সিরাজ।


এ সময় বক্তব্য রাখেন ইমাম-উলামা পরিষদ অষ্টগ্রাম উপজেলার সহ-সভাপতি, মাও. আমিনুল ইসলাম। মাও. এনায়েতুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক, মাও. উসমান গণি কাগজী। মুফতী ফয়জুদ্দীন কাস্তুলী। সাংগঠনিক সম্পাদক, মাও. তফসীর খাঁন। আদমপুর প্রতিনিধি  মাও. মিযানুর রহমান ও আব্দুল্লাহপুর প্রতিনিধি মাও. এখতিয়ার। পূর্ব অষ্টগ্রাম ক্বারী আফতাব। বাঙ্গালপাড়া প্রতিনিধি মাও. মাহমুদুল হাসান প্রমূখ। 


সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক, মাও. কেফায়েতুল্লাহ পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন। 


এ সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মসজিদের ইমাম , হাফেজ লিয়াকত। ইমাম উলামা পরিষদ অষ্টগ্রাম শাখার সহ-সভাপতি মাও. আসাদুল্লাহ। সহ-সাধারণ সম্পাদক মাও. শফিকুল ইসলাম। সহ-সাংগঠনিক সম্পাদক মাও. রায়হানুল হক। জার্নাল অব কান্ট্রির বার্তা সম্পাদক মুহাম্মদ সুফিয়ান তাসদিক। ভাতশালা মদিনাতুল উলূম মাদরাসার মুহতামীম, মাও. আনোয়ার রহমানী প্রমূখ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখার দাবীতে শরীয়তপুরে মানববন্ধন