টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ মার্চ) বিকেলে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠ প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
৫৪নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল হক রাজু মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ২ আসনের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপি সাবেক যুগ্ন আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির আহম্মেদ ও সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নুর, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ।