ঢাকা | বঙ্গাব্দ

কমলগঞ্জে যুবদলের ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্ট, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলে নেতৃবৃন্দরা। এই কর্মসূচির মাধ্যমে শ্রমজীবী, পথচারী ও নিম্ন আয়ের মানুষ ইফতার পেয়ে উপকৃত হয়েছেন।
  • আপলোড তারিখঃ 21-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 26163 জন
কমলগঞ্জে যুবদলের ইফতার বিতরণ ছবির ক্যাপশন: কমলগঞ্জে যুবদলের ইফতার বিতরণ
ad728



আনহার আলী, মৌলভীবাজার প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্ট, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলে নেতৃবৃন্দরা। এই কর্মসূচির মাধ্যমে শ্রমজীবী, পথচারী ও নিম্ন আয়ের মানুষ ইফতার পেয়ে উপকৃত হয়েছেন।


শুক্রবার (২১ মার্চ) বিকালে উপজেলার ভানুগাছ বাজার চৌমুহনীতে ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব। 


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন, উপজেলা যুবদলের একাংশের আহ্বায়ক মাহবুব আহমেদ, সদস্য সচিব নোমান আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুলি আহমেদ প্রমূখ।


ইফতার বিতরণকালে প্রধান অতিথি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব বলেন, “রমজান সংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা গ্রহণের মাস।সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব।আমি সর্বদা সত্য, ন্যায় ও মানবিক কাজে জনগণের পাশে থাকতে চাই এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”


তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, দেশব্যাপী বিএনপি,যুবদল, ছাত্রদল ও এর অঙ্গ সংঘটনের নেতৃবৃন্দরা রমজান উপলক্ষে শ্রমজীবী,পথচারী ও নিম্ন আয়ের মানুষজনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

 

সুবিধাভোগীরা ইফতার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এভাবে ইফতার পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। হাজী মুজিব  ভাই সবসময় গরিব-দুঃখীদের পাশে থাকেন।”


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার