ঢাকা | বঙ্গাব্দ

পানছড়িতে প্রদীপ লাল ও কুসুম প্রিয় চাকমা'র স্মৃতিচারনে স্মরণ সভা

  • আপলোড তারিখঃ 04-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 15919 জন
পানছড়িতে প্রদীপ লাল ও কুসুম প্রিয় চাকমা'র স্মৃতিচারনে স্মরণ সভা ছবির ক্যাপশন: পানছড়িতে প্রদীপ লাল ও কুসুম প্রিয় চাকমা'র স্মৃতিচারনে স্মরণ সভা
ad728



স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ির পানছড়িতে ১৯৯৮ সালে ৪ এপ্রিল খুন হওয়া প্রদীপ লাল এবং কুসুম প্রিয় চাকমা'র স্মৃতিচারনে স্মরণ সভা আয়োজন করা হয়েছে। 


শুক্রবার (৪ এপ্রিল)  সকাল এগারোটায় উপজেলা পিসিপি'র সভাপতি  সুনীলময় চাকমা'র সভাপতিত্বে ও গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা সাধারণ সম্পাদক পরান্তু চাকমার সঞ্চালনা এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


সভা শুরুর আগে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, শারীরিক ভাবে খুন করা যায়, চেতনা ধ্বংস করা যায় না। পাহাড়ে খুনের রাজনীতির প্রতিহিংসার বলি হয় যুবনেতা কুসুম প্রিয় ও প্রদীপ লাল। অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ট কন্ঠসর ছিলেন। ছিলেন খুব মেধাবী। তারা বেঁচে থাকলে আজ জাতির জন্য অনেক কিছু করতে পারতো।



বক্তারা আরো বলেন, জাতিকে ঠিকিয়ে রাখতে এই সংঘাত আমাদের অবশ্যই বন্ধ করা দরকার। চলমান সংঘাততে শুধু ভ্রতৃঘাতি সংঘাত না। সংঘাতের মূল হোতা এবং কারন মূল্যায়ন করা দরকার। কারা সঠিক লাইনে রয়েছে সেটা জানা দরকার।


অন্যান্যদের মাঝে,  ইউপি চেয়ারম্যান প্রার্থী কনকবরন চাকমা, মনিন্দ্র লাল ত্রিপুরা, নন্দদুলাল চাকমা, পানছড়ি সদর সাবেক ইউপি চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা, শহীদ পরিবারের নিকাঞ্চন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সাধারণ সম্পাদক পরিনিতা চাকমা,  পিসিপি খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক তৃষনাঙ্কর চাকমা, ছাত্র জনতার সংগ্রাম পরিষদের অনীল চন্দ্র চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুন চাকমা এবং ইউপিডিএফ পানছড়ি ইউনিট সমন্বয়ক আইসুগ ত্রিপুরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


এর আগে সকাল সাড়ে ৮ টায় পূজগাং মূখ উচ্চবিদ্যালয়ে স্থায়ী স্মৃতি স্তম্বে শ্রদ্ধাঞ্জলী দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পিসিপি ও যুবফোরামের সদস্যরা।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত