ঢাকা | বঙ্গাব্দ

কসবায় চাচাতো ভাইকে হত্যায় অভিযুক্ত শাউন ঢাকায় গ্রেফতার

  • আপলোড তারিখঃ 02-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 178434 জন
কসবায় চাচাতো ভাইকে হত্যায় অভিযুক্ত শাউন ঢাকায় গ্রেফতার ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

অধ্যাপক শেখ কামাল উদ্দিন (কসবা প্রতিনিধি)

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ধান শুকানোর জায়গা নিয়ে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাই সুজন ফকিরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আসামী শাউন ফকিরকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে শাউনকে গ্রেফতার করা হয়। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় কসবা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত শাউন ফকির (২৫) কসবার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি নিহত সুজন ফকিরের আপন চাচাতো ভাই।

বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে ধান শুকানোকে কেন্দ্র করে দুই চাচাত ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাউন ধারালো ছুরি দিয়ে সুজনকে উপর্যুপরি আঘাত করে। পরে স্থানীয়রা সুজনকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকেই শাউন আত্মগোপনে চলে যান। তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধানের পর ঢাকার উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কসবা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল কাদের জানান, “আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঢাকায় অবস্থান শনাক্ত করে আসামী শাউনকে গ্রেফতার করেছি। তাকে কসবা থানায় আনা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।”


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পোরশায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুরের গণসংযোগ ও লিফলেট বিতরণ