ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে ৮ শিক্ষার্থী বহিষ্কার, ৩ শিক্ষককে অব্যাহতি

ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরিক্ষার ৮ শিক্ষার্থীর বহিস্কার ও কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ৩ শিক্ষককে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
  • আপলোড তারিখঃ 06-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 78613 জন
গফরগাঁওয়ে ৮ শিক্ষার্থী বহিষ্কার, ৩ শিক্ষককে অব্যাহতি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728



রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরিক্ষার ৮ শিক্ষার্থীর বহিস্কার ও কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ৩ শিক্ষককে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি গফরগাঁও মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে অবাধে অসদুপায় অবলম্বন করতে দেখে ভোকেশনাল পরীক্ষা ট্রেড-২ (২য় পত্র ) পরীক্ষার ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। সেই সাথে মোবাইল ফোন সঙ্গে রাখায় গফরগাঁও জে. এম. কামিল মাদরাসা কেন্দ্রের দুই শিক্ষক এবং ইসলামিয়া সরকারি হাই স্কুল কেন্দ্রের আরেক শিক্ষককে মোবাইল ফোন সঙ্গে রাখা ও নিজের মেয়ে পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও দায়িত্ব পালন করায় ৩ জন‌ শিক্ষককে চলতি বছরের পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাখারুল ইসলাম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন বলেন, নকল মুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষে ও পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে। তিনি আরো বলেন, কেন্দ্রে অসদুপায় অবলম্বন করায় ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার ও ৩ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

সোনাগাজীতে পরিত্যক্ত ঘর থেকে যৌথবাহিনীর অস্ত্র উদ্ধার