রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৪) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্ট বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১২ মে) বিকাল ৪ টার উপজেলা পরিষদ হলরুমে বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে ১২২টি ল্যাপটপ ও ১১৮টি প্রজেক্ট বিতরণ করা হয়।
গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নূর এ আলম ভূঁইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন।
এসময় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার সভাপতি একেএম হাবিবুর রহমান কাজলসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।