ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় সঙ্গীত অবমাননার প্রতিবাদে শরীয়তপুরে সমবেতকণ্ঠে জাতীয় সংগীত

জাতীয় পতাকা ও জাতীয় সংগীত'র অবমাননাকর বক্তব্য, আচরণ ও কর্মকান্ডকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার দাবিতে শরীয়তপুরে সমবেতকণ্ঠে জাতীয় সংগীত করে প্রতিবাদ জানানো হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উদীচী ও খেলাঘরের আয়োজনে এ প্রতিবাদ জানানো হয়।
  • আপলোড তারিখঃ 21-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 65802 জন
জাতীয় সঙ্গীত অবমাননার প্রতিবাদে শরীয়তপুরে সমবেতকণ্ঠে জাতীয় সংগীত ছবির ক্যাপশন: উদীসি ও খেলাঘরের প্রতিবাদী ছবি
ad728

শরীয়তপুর প্রতিনিধি:

জাতীয় পতাকা ও জাতীয় সংগীত'র অবমাননাকর বক্তব্য, আচরণ ও কর্মকান্ডকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার দাবিতে

শরীয়তপুরে সমবেতকণ্ঠে জাতীয় সংগীত করে প্রতিবাদ জানানো হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উদীচী ও খেলাঘরের আয়োজনে এ প্রতিবাদ জানানো হয়। 


খেলাঘর শরীয়তপুর জেলা শাখার সভাপতি সভাপতি শাহজালাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  প্রগতি লেখক সংঘ শরীয়তপুর জেলা শাখার সভাপতির অ্যাডভোকেট মোছাচ্ছের বাবুল, উদীচীর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রিপন, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক ডিএম আলমগীর প্রমূখ।


এ সময় বক্তারা বলেন, যারা বাংলাদেশকে অস্বীকার করে, যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করে তারাই আজ জাতীয় সংগীত ও জাতীয় পতাকা অবমাননা করছে। উদীচীর মঞ্চে এবং কার্যালয়ে যারা হামলা করেছে, অবিলম্বে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নবীনগরে জুলাই গণঅভ্যুত্থানে ৫ শহীদের সমাধিতে শ্রদ্ধা