ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন

আসছে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ভিজিএফ কর্মসূচি আওতায় ৪ হাজার ৫শত ৫৭ টি কার্ডধারী পরিবারের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 24-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 60490 জন
কটিয়াদীতে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন ছবির ক্যাপশন: চাল বিতরণ
ad728



মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :

আসছে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ভিজিএফ কর্মসূচি আওতায় ৪ হাজার ৫শত ৫৭ টি কার্ডধারী পরিবারের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন, জালালপুর ইউনিযন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল আলম রফিক।

এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা.মুহম্মদ আশরাফুল ইসলাম, জালালপুর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ নাজমুল হক, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও কটিয়াদী প্রেসক্লাবের সদস্য সচিব মাইনুল হক মেনু, জালালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লিটন চন্দ্র পাল, মহিল ইউপি সদস্য মনোয়ারা বেগম ও মোছাঃ আলেয়া বেগম, ইউপি সদস্য মোঃ শাহাদাৎ হোসেন, সাংবাদিক মিয়া মোহাম্মদ ছিদ্দিকসহ সহ জালালপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডে সদস্য ও গ্রাম পুলিশগণ।

এই ঈদে উপজেলার জালালপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৫শত ৫৭ টি কার্ডের বিপরীতে ৪৫ হাজার ৫শত ৭০ কেজি চাল বিতরণ করা হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভিজিএফ কার্ডধারদেরকে জনপ্রতি ১০ কেজি চাল বিতরণ করা হচ্ছে।

জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক বলেন, ভিজিএফ কার্ডধারী দরিদ্র ও অসহায় মানুষের মাঝে পরিবারের মাঝে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জালালপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ভিজিএফ কর্মসূচি আওতায় ৪ হাজার ৫শত ৫৭ টি কার্ডধারী পরিবারের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে দুইদিন ব্যাপী চাল বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায়  আজ ১ম দিন শনিবার ইউনিয়নের ১, ২, ৩, ৫ ও ৬ নং ওয়ার্ড এবং ২য় দিন আ্গামীকাল সোমবার ৪, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে। 

ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা.মুহম্মদ আশরাফুল ইসলাম বলেন, জালালপুর ইউনিয়ন পরিষদে আগত ভিজিএফ কার্ডধারদের মাঝে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনপ্রতি ১০ কেজি চাল বিতরণ করা হচ্ছে, এতে কোন প্রকার অনিয়ম চোখে পড়েনি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল