ঢাকা | বঙ্গাব্দ

আমাদের প্রেম

আমাদের প্রেম
  • আপলোড তারিখঃ 30-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 55692 জন
আমাদের প্রেম ছবির ক্যাপশন: কবি বিনয় জানা
ad728

আমাদের প্রেম

বিনয় জানা 


মুঠো ভরে দিয়েছিলে ফুল, 

আমাদের প্রেম ছিল ভুল!

সূর্য মাথার উপরে যেই,

দেখি ফুল আর ফুল "নেই"!


তোমার আঁচলে নদী ঢেউ,

আজ তাতে ভেসে যায় কেউ!

তুমি এসে তীর ঘেঁষে বসো,

তুমিও কি ভালোবাসা পুষো?


ধূপ হয়ে জন্ম নেব আমি,

আগুন হয়ে জন্মাবে তুমি!

পুড়িয়ে দিও সকল ব্যথা,

রাখবে আমার এই কথা?


আজ তুমি হয়ে যাও যদি,

উলটো ধারার কোনো নদী!

ভেসে যাবো তোমার তরঙ্গে,

আমাদের প্রেম রস রঙ্গে!

              --- ০ ---


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সোনাগাজীতে পরিত্যক্ত ঘর থেকে যৌথবাহিনীর অস্ত্র উদ্ধার