ঢাকা | বঙ্গাব্দ

কসবা-আখাউড়ায় সুবিধাবঞ্চিত জনতার মাঝে কুরবানির গোশত উপহার প্রদান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থীতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি মো. আতাউর রহমান সরকার আজ শনিবার পবিত্র ঈদুল আজহার দিন সকাল ৮টায় স্থানীয় কসবা মহিলা দাখিল মাদ্রাসা ঈদগাহে সালাত আদায় করেন। এসময় সমবেত মুসুল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। নামাজ শেষে সর্বস্তরের মানুষের সাথে কুশল-বিনিময় করেন।
  • আপলোড তারিখঃ 07-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 49859 জন
কসবা-আখাউড়ায় সুবিধাবঞ্চিত জনতার মাঝে কুরবানির গোশত উপহার প্রদান ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


শেখ কামাল উদ্দিন:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থীতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত  ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি  মো. আতাউর রহমান সরকার আজ শনিবার পবিত্র ঈদুল আজহার দিন সকাল ৮টায় স্থানীয় কসবা মহিলা দাখিল মাদ্রাসা ঈদগাহে সালাত আদায় করেন। এসময় সমবেত মুসুল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। নামাজ শেষে সর্বস্তরের মানুষের সাথে কুশল-বিনিময় করেন।


পরে আতাউর রহমান সরকারের পক্ষ থেকে তার সংসদীয় আসন এলাকা সহস্রাধিক সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে স্থানীয় উপজেলা কার্যালয় চত্বরে কুরবানির গোশত 

বিতরণ করেন।


ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা শিবলী নোমানীর সভাপতিত্বে এবং পৌর আমীর হারুন অর রশিদের সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে গোশত উপহার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন; বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি জননেতা আতাউর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন কসবা পৌর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, কসবা উপজেলা সেক্রেটারি গোলাম সারওয়ার, আখাউড়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সানাউল্লাহ, কসবা উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ,পশ্চিম থানা সভাপতি তুহিন রেজা, জামায়াত নেতা মাসুদুর রহমান, জামাল উদ্দিন প্রমুখ।

এছাড়াও কসবা উপজেলা জামায়াত আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, আখাউড়া উপজেলা জামায়াতের আমীর ইকবাল হোসেন ভুইয়া, সেক্রেটারি বুরহান উদ্দিন খানের সার্বিক ব্যবস্থাপনায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে জামায়াতের কর্মীরা বাড়ীতে বাড়ীতে গিয়ে অসহায় মানুষের পরিবারের কাছে গোশত উপহার পৌঁছে দেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল