ঢাকা | বঙ্গাব্দ

তুমি কি প্রেমের আগুনে পুড়বে?

তুমি কি প্রেমের আগুনে পুড়বে?
  • আপলোড তারিখঃ 09-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 47359 জন
তুমি কি প্রেমের আগুনে পুড়বে? ছবির ক্যাপশন: কবি আমিনুল হক নজরুল
ad728

তুমি কি প্রেমের আগুনে পুড়বে? 

-আমিনুল হক নজরুল 


তুমি কি প্রেমের আগুনে পুড়বে,

যখন চাঁদে জ্বলবে তোমার সাদা মুখ?

যখন মিষ্টি মাত্রায় সুর ভাসবে বাতাসে,   

রক্তিম সন্ধ্যায়,পাপড়ির মতো খুলবে হৃদয়।   

 

তুমি কি প্রেমের আগুনে পুড়বে,

যখন প্রতিটি শ্বাসে যাবে প্রেমের গন্ধ?

অভ্রের নীলতায় লুকানো গোপন কথারা

মিশে যাবে ছায়ায় প্রাণ হয়ে তোমার সঙ্গে।


তুমি কি প্রেমের আগুনে পুড়বে   

যখন রাতের অন্ধকারে  আলো হবে চেতনা?

যখন রাতের নিরব নীরবতায়

হৃদয় তোমারই নামে স্পন্দন হবে?


তুমি কি প্রেমের আগুনে পুড়বে 

পাগল বাতাসের মাঝে স্বপ্নে ভেসে?

একটি গভীর আবেগে ছোঁয়া পেতে

এগিয়ে যাবে চিরদিনের রাঙা শিখায়?

 

তুমি কি প্রেমের আগুনে পুড়বে?   

যেখানে আশা ও সত্য মিলবে,   

সেখানে আমি অপেক্ষা করবো,   

তোমার সাহসী আগুনে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল