ঢাকা | বঙ্গাব্দ

কেন্দুয়ায় টিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

কেন্দুয়ায় টিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন নিজস্ব প্রতিনিধি : নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় টিডিপি মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অঃদাঃ) রীমি ফেরদৌসীর সভাপতিত্বে ১০ দিন ব্যাপি এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নেত্রকোণার জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম।
  • আপলোড তারিখঃ 16-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 43477 জন
কেন্দুয়ায় টিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন ছবির ক্যাপশন: কেন্দুয়ায় টিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন
ad728

কেন্দুয়ায় টিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন


নিজস্ব প্রতিনিধি : নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় টিডিপি মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অঃদাঃ) রীমি ফেরদৌসীর সভাপতিত্বে ১০ দিন ব্যাপি এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নেত্রকোণার জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম।


 এসময়  উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোশাররফ হোসেন, ৭নং ওয়ার্ড দলনেতা মিজানুর রহমান, ১নং ওয়ার্ড দলনেত্রী তন্বী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। 


প্রধান অতিথি তাঁর  উদ্বোধনী বক্তব্যে বলেন, উদোমী তরুণদের দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষা, তথ্য প্রযুক্তি সেবা, সাইবার অপরাধ,  আইন ও দন্ড সম্পর্কে ধারণা, কমিউনিটি এলার্ট মেকানিজমের মাধ্যমে ও অপকর্ম প্রতিহত করার কৌশল সম্পর্কে ধারনা, সামাজিক নিরাপত্তা কাঠামোয় তরুন টিডিপি সদস্যদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ, সম্ভাবনা এবং কৌশল সম্পর্কে ধারনা, পরিবেশ দুষণ ও দুর্যোগকালীন সময়ে টিডিপি সদস্যদের করণীয় ইত্যাদি নানাবিদ উদ্দেশ্যে এ প্রশিক্ষণ  অনুষ্ঠিত হবে। 

এখানে উল্লেখ্য যে,  কেন্দুয়ার সাফিয়া খোরশেদ আহম্মদ মডেল একাডেমিতে অনুষ্ঠিতব্য উক্ত প্রশিক্ষণে ৮ জন অতিথি বক্তার ক্লাস নেবেন এবং ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জুলাই শহীদের রক্ত বৃথা যেতে দেব না: চসিক মেয়র শাহাদাত