ঢাকা | বঙ্গাব্দ

হটলাইনে অভিযোগ পেয়ে খাগড়াছড়িতে দুদকের অভিযান

  • আপলোড তারিখঃ 17-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 89033 জন
হটলাইনে অভিযোগ পেয়ে খাগড়াছড়িতে দুদকের অভিযান ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

ইকবাল হোসাইন, পানছড়ি প্রতিনিধি, 

খাগড়াছড়িতে সরকারি চাকরীর প্রভাব খাটিয়ে সড়ক বিভাগের জায়গা দখল করে বাণিজ্যিক ভবন করার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।

‎মঙ্গলবার (১৭ জুন)  দুপুরে খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কের ফুলকুলি এলাকায় বাণিজ্যিক ভবনে অভিযান চালায় দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়।

‎দুদকের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের দল অভিযান পরিচালনা করে।

‎অভিযানে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।

‎দুদক কর্মকর্তারা বলেন, দুদক হটলাইনে অভিযোগ পেয়ে অভিযান পরিচালিত হচ্ছে। সরকারী চাকুরীর প্রভাব খাটিয়ে সরকারী জায়গায় এ স্থাপনাটি নির্মাণ করা হয়।  সড়ক বিভাগ, জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভূমি চিহ্নিত করার কার্যক্রম চলছে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।