ঢাকা | বঙ্গাব্দ

কসবায় সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা গ্রহণের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 19-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 42289 জন
কসবায় সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা গ্রহণের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

অধ্যাপক শেখ কামাল উদ্দিন(কসবা (প্রতিনিধি) উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ও আলিম পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৪টায় কসবা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ছামিউল ইসলাম'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মো. ইমন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু তৌহিদ ও কসবা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাদের। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও ডাক বিভাগের প্রতিনিধিবৃন্দ, উপজেলার ৯টি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, প্রশ্নপত্র নিরাপত্তা, অসদুপায় রোধসহ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসরণপূর্বক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপজেলা প্রশাসনের তথ্যমতে, চলতি বছর কসবা উপজেলায় কুমিল্লা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৯টি কেন্দ্রে এইচএসসি ও আলিম পরীক্ষায় প্রায় তিন সহস্রাধিক  পরীক্ষার্থী রয়েছে।

আগামী ২৬ জুন থেকে সারাদেশে একযোগে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। 

ইতোপূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের প্রস্তুতি সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য বিস্তারিত আলোচনা করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ