ঢাকা | বঙ্গাব্দ

লাশ কাটা ঘর

নজরুল ইসলাম সাগর
  • আপলোড তারিখঃ 15-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 226195 জন
লাশ কাটা ঘর ছবির ক্যাপশন: কবিতা
ad728

মর্গে শুয়ে আছে সারি সারি লাশ।
হায়নাদের বুলেটে
ক্ষত বিক্ষত হয়ে,
বুক ভরা অভিমান নিয়ে
ঘুমিয়ে আছে  অসংখ্য মেধাবী মুখ।
মায়ের কোল শূন্য করা
রক্ত মাখা লাশের বিকট গন্ধ
ও স্বজনদের আহাজারিতে
ভারি হয়ে উঠেছে লাশ কাটা ঘর,
এর আকাশ বাতাস।।

আবাল বৃদ্ধ বনিতা
নানা বয়সী নারী ও পুরুষ
নানান শ্রেণি পেশার মানুষ আর
সন্তান হারা বাবা-মায়ের
বেদনা সিক্ত একেকটি মুখ,
অধীর আগ্রহে প্রহর গুনছে
কখন আসবে প্রিয় জনের লাশ,
প্রিয় সন্তানের নিষ্প্রাণ নিথর দেহ।

এত রক্ত, এত লাশ!
লাশবাহী গাড়ির দীর্ঘ মিছিল!
লালন করা স্বপ্নের এত কবর!
লাশ কাটা ঘরে অপেক্ষমাণ
স্বজনদের এত ভিড়,
সন্তান হারা এত বাবা-মায়ের
অশ্রু সিক্ত করুন আর্তনাদ,
এদেশের কোন ডোম,
কোন লাশ কাটা ঘর,
এদেশের কোন মানুষ,
আকাশ বাতাস মাটি
এর আগে আর কখনো
প্রত্যক্ষ করেনি!
প্রত্যক্ষ করেনি!!
প্রত্যক্ষ করেনি!!!


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান