ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে ‘অনুকূল পরিবেশে’ সব বিষয়ে আলোচনা চায় ভারত

  • আপলোড তারিখঃ 27-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 34825 জন
বাংলাদেশের সঙ্গে ‘অনুকূল পরিবেশে’ সব বিষয়ে আলোচনা চায় ভারত ছবির ক্যাপশন: ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
ad728

বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করতে অনুকূল পরিবেশের অপেক্ষায় রয়েছে ভারত। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, দুই দেশের মধ্যে একটি প্রতিষ্ঠিত কূটনৈতিক কাঠামো রয়েছে, যার মাধ্যমে সব ইস্যুতে আলোচনা সম্ভব।

এই মন্তব্য এমন সময় এসেছে, যখন ভারতীয় সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বিশেষ বৈঠকে বসতে যাচ্ছে। বৈঠকে থাকছেন ভারতের প্রভাবশালী কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা।

বিশ্বস্ত সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে আলোচিত হবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় মৌলবাদের উত্থান, এবং ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তায় এর প্রভাব। বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের ভাবমূর্তি এবং চীন-বাংলাদেশ কৌশলগত সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হবে।

জয়সোয়াল আরও বলেন, ‘আমরা প্রতিবেশী দেশগুলোর কার্যকলাপ সতর্কভাবে পর্যবেক্ষণ করি। ভারতের স্বার্থ ও নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হয়।’

বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের সঙ্গে ভারতকে ঘনিষ্ঠ সমন্বয়ে এগোতে হতে পারে।



নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল