ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ জুন) উপজেলার হেলিপ্যাড ময়দানে উপজেলা কৃষি অফিস এ মেলার আয়োজন করে।
  • আপলোড তারিখঃ 30-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 127133 জন
অষ্টগ্রামে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ছবির ক্যাপশন: অষ্টগ্রামে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠান
ad728

অষ্টগ্রামে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ জুন) উপজেলার হেলিপ্যাড ময়দানে উপজেলা কৃষি অফিস এ মেলার আয়োজন করে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল হালিমের উপস্থাপনায় ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অভিজিৎ সরকারের সভাপতিত্বে উক্ত কৃষি প্রযুক্তি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান।

বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবদুল আওয়াল, মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন আনা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী রহমান খাঁন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ফেরদৌস ফরাজী প্রমুখ। এর আগে উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান অতিথিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এসময় উপজেলার বিভিন্ন দফতরের প্রধান, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান